শান্তনু বিশ্বাস,হাবড়া : নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার দুই যুবক, উদ্ধার নাবালিকা।
ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তরগর্ত রাজবল্লভপুর এলাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে বাড়ি থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণীর ছাত্রী বছর ১৬ র এক নাবালিকা।ঘটনার পর আত্মীয় পরিজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও নাবালিকার কোন সন্ধান না পাওয়ায় বিকেলে নাবালিকার বাবা হাবরা থানায় নাবালিকা নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন এবং দুই যুবকের নামে নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন।ঘটনার তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ ভোর রাতে হাবড়া থানার সংহতি এলাকার বাসিন্দা বিশু এবং গোবরডাঙা রঘুনাথপুর এলাকার বাসিন্দা রাজা নামে দুই যুবককে গ্রেফতার করেন।হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃত দুই যুবককে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে গোটা ঘটনা জানতে বারাসাত আদালতে তোলা হয়।পাশাপাশি বুধবার দুপুরেই হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে নাবালিকাকে বারাসাত থেকে উদ্ধার করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
