নবেন্দু হাঁটি,বাঁকুড়া : বর্ষা আসলেই দ্বারকেশ্বর নদের পাড় ভাঙ্গন শুরু হয়। আতঙ্কে থাকতে হয় এই কলোনির মানুষদের। দ্বারকেশ্বরের জল বাড়লেই বাড়ে কলোনির বাসিন্দাদের মৃত্যু ভয়।এবারের বর্ষার শুরুতেই কোতুলপুরের দ্বারকেশ্বর নদীর ভাঙন পরিস্থিতি দেখতে আমদই কলোনি পরিদর্শন করলেন বাঁকুড়া জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস, বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান, সি আই কোতুলপুর দেবাশিস রায়, কোতুলপুর থানার ওসি মানস চ্যাটার্জী সহ অন্যান্য আধিকারিকরা। আধিকারিক দের কাছে পেয়ে তাঁদের অসহায় অবস্থার কথা জানালেন কলোনিবাসীরা।এই গ্রামের এক গ্রামবাসী শ্রীমন্ত বিশ্বাস বলেন, এখানে দূরযোগে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই দেখতে এসেছিলেন। এই নদীর এক কিলোমিটার বাঁধ না করে দিলে কলোনি টা হয়তো নদীগর্ভে চলে যাবে। এই বাঁধ আমাদের অবশ্যই দরকার|