পলাশ চক্রবর্তী, রিষড়া : ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ রিষড়া পৌরসভার বিরুদ্ধে।রিষড়া পৌরসভা এলাকার বাসিন্দা দের অভিযোগ ভ্যাকসিন সেন্টারে গেলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।ভ্যাকসিন নিতে গেলে বলা হচ্ছে স্থানীয় প্রাক্তন কাউন্সিলরের থেকে কুপোন নিয়ে আসুন।মুখ চিনে কুপোন দেওয়া হচ্ছে বলে জানান বাসিন্দারা।যদিও পুরো বিষয় টি নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ পৌরসভা।এই বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন রিষরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কুপোন দিয়ে ভ্যাকসিনের ব্যাবস্থা করা হয়েছে,আমরা এটা জানতে পেরেই SDO কে জানিয়েছি।শুধু কুপোন না কুপোনের জন্য টাকাও নেওয়া হয়েছে কয়েকজনের থেকে।এই অভিযোগ পেয়ে শ্রীরামপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক নিশিত ভাস্কর পাল বলেন সমস্ত বিষয়ে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন |
