উত্তর দিনাজপুর, বিক্রমাদিত্য বিশ্বাস:  ছেলের হাতে মায়ের খুন । এই মর্মান্তিক ঘটনা চোপড়া থানা এলাকার সোনাপুর অঞ্চলের বিলাতি বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটেছে। মৃত মহিলার নাম মলিসা সরকার বয়স 50 । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে মৌলমী সরকার ও তার ছেলে নারায়ণ সরকার একই বাড়িতে থাকতেন বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নারায়ন সরকার নিজের মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বলে স্থানীয় সূত্রে খবর ।এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে পোস্টমর্টেম এর জন্য পাঠিয়েছে, অন্যদিকে ওই আহত যুবককে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ । কি কারনে এই ঘটনাটা ঘটেছে এখনো স্পষ্ট হয়নি তবে পুলিশ তদন্ত করে গোটা ঘটনার রহস্য খতিয়ে দেখছে।