গত সপ্তাহে সরকারি চাকরি দেওয়ার নাম করে ত্রিশ থেকে বত্রিশ জনের কাছ থেকে এক কোটি আঠারো লক্ষ টাকা প্রতারনা করার অভিযোগ দায়ের হয়েছিল বেলপাহাড়ির সিন্দুরিয়ার ব্যবসায়ী কমলকান্ত সিং এর বিরুদ্ধে। সরকারি গ্রুপ ডি, গ্রুপ সি তে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের সঙ্গে প্রতারনা করছিল ওই ব্যক্তি।এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ কমলাকান্ত সিং কে গ্রেফতার করে। তারপর তাকে আদালতে তোলাহলে বিচারক 5 দিনের পুলিশি রিমান্ডারের নির্দেশ দেন । সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। বিভিন্ন সরকারি প্যাড এমনকি মুখ্যমন্ত্রীর সই জাল করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর কমলাকান্তকে জিঞ্জাসাবাদ করে এই প্রতারনা কান্ডে যুক্ত বাঁকুড়ার লালবাজারের বাসিন্দা অভিষেক পালিতের নামও পায়। আর তারপরেই অভিযান চালিয়ে পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এই প্রতারনা চক্রের সাথে আরো অনেকে জন জড়িত রয়েছে। দুই অভিযুক্তকে জিঞ্জাসাবাদ করে বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান বেলপাহারিয়া থানার পুলিশ।