হাওড়া : দেবাশীষ গুছাইত

আজ হাওড়া 6 নম্বর জাতীয় সড়কে সকাল থেকে নিবড়ে ট্রাফিক পুলিশের তরফ থেকে নাকা চেকিং চলছে অঙ্কুরহাটি চেকপোস্ট। পুলিশের কড়াকরি নাকা চেকিং চলছে জোড় কদমে। কাগজপত্র সঠিক না থাকলে সেই গাড়ি গুলিকে পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে। পুলিশের এই কাজে অসমাজিক কাজ কমবে বলে হবে মনে করা হচ্ছে।