হুগলি জেলার গ্রামীণ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা উপলক্ষে পথচলতি মানুষকে আরও বেশি করে পথ নিরাপত্তা দিতে মগরা পান্ডুয়া ও বলাগড় থানার ট্রাফিক পুলিশদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিবেণী টাউনশিপ পুলিশ লাইনে মূলত ওই স্থানে ট্রাফিক পুলিশদের কিভাবে ডিউটি করতে হবে তা নিয়ে তাদের বোঝান ট্রাফিক অফিসাররা। এর পাশাপাশি পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের কি ভাবে সতর্ক করবেন তা ট্রাফিক পুলিশদের বোঝান। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট শিবাশীষ শর্মা বলেন,আমরা আগামী দিনে দুর্ঘটনা এড়াতে এবং সাধারন পথচলতি মানুষদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ট্রাফিক পুলিশদের নিয়ে এক আলোচনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয়ে বোঝানো এবং আগামী দিনে সাধারণ মানুষ থেকে পথ চলতি কোনো মানুষের যাতে অসুবিধা না হয় সে বিষয়ে আমরা সর্বদা নজর রাখবো।

হুগলির মগড়া: পলাশ চক্রবর্তীর