বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয় জেলা পুলিশের পক্ষথেকে । তাই নদীয়া কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক ও কৃষ্ণনগর ট্রাফিক গার্ড পুলিশের সহযোগীতয় শনিবার দুপুরে কোতয়ালি থানার ট্রাফিক গার্ড কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হোলো স্বেচ্ছায় রক্ত দান শিবির । এইদিন পুলিশ সুপার ঈশানি পাল বলেন ,পুরুষ ও মহিলা উভয়ে মিলে প্রায় 35 থেকে 40 জন পুলিশ কর্মী রক্ত দিয়েছেন এই রক্তদান শিবিরে। তিনি আরো বলেন যে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে প্রতিটি থানাই এই সমাজ কল্যাণমূলক উদ্যোগ নিচ্ছেন। তাদের এই পদক্ষেপে উপকৃত হবেন সাধারণ মানুষ।
