একটি ফোন করলেই স্কুটি করে এসে মাদক পৌঁছে দিচ্ছে সু-বেশী মহিলারা।
যার ফলে বাইরে কোথাও মাদক কিনতে যেতে হচ্ছে না। নতুন কায়দায় মাদক ব্যবসা করে প্রচুর লাভ অর্জন করছে ওই সুবেশি মহিলারা। তারা দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার অরিবিন্দ পল্লী এলাকায় একটি ভারা বারিতে থাকত।
তারা বিহার থেকে এসে ওই ভাড়া বাড়িতেই থেকে এই মাদক ব্যবসা চালাত। বিহার বা বিভিন্ন এলাকা থেকে ওই মহিলারা মাদক দ্রব্য নিয়ে আসত বলে জানা যায়। এদিকে বেশ কিছুদিন ধরে পতিরামের যুব সমাজের মধ্যে নেশার আসক্তি বাড়ছে দেখে উদ্বিগ্ন পুলিস ও সাধারণ মানুষ।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপার রাহুল দে বলেন, আমাদের কাছে খবর এসেছিল পতিরামে মাদক দ্রব্যের কারবার বেড়ে গিয়েছে। আমাদের পুলিস প্রায়ই অভিযান চালাচ্ছে। বিহার থেকে আসা দুই মহিলাকে পুলিস গ্রেপ্তার করেছে। এদের সাথে আর কেও জড়িত আছে কিনা তার তদন্ত করছে পুলিশ।
পতিরাম পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত বিহারের ওই যুবতীর নাম প্রিতি অধিকারী ও নাম প্রমিলা অধিকারী। তাদের কাছ থেকে ১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। তারা প্রতিবেশীদের জানিয়ে ছিল বিয়ে বাড়ি বা অন্য কোন অনুষ্ঠানের কাজের সঙ্গে যুক্ত আছে। তাদের সাথে কুমারগঞ্জের আরও এক যুবক জড়িত রয়েছে বলে সুত্রের খবর। এদিকে দুই মহিলার গ্রেপ্তারের পরে বাড়ির মালিক সন্তু মন্ডল পলাতক। বাইরের মহিলাকে কেন ভাড়া দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুর : সুমন ভৌমিক
