এবার ‘বহুরূপী’ সেজে গাড়িতে নীল বাতি বসিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। নাম সনাতন রায় চৌধুরী। কখনও ভুয়ো সিবিআই অফিসার বলে পরিচয় দিত,আবার কখনও হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিলের প্রতিনিধি বলে পরিচয় দিত। গড়িয়াহাট থানা এলাকায় রীতিমতো অফিস খুলে চালাচ্ছিল এই জালিয়াতির কারবার। নিজেকে আইনজীবী বলে পরিচয় দিলেও তার সেই পরিচয় কতটা আসল তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে গ্রেপ্তার করে পুলিশ জানার চেষ্টা করছে দেবাঞ্জন এর মত কোন বড়োসড়ো জালিয়াতির কারবার চালাচ্ছিল কি না ওই অভিযুক্ত? তারই জালিয়াতির জাল কতদূর ছড়িয়েছে জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ধৃতকে আলিপুর আদালতে পেশ করে এই সমস্ত তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারী পুলিশরা।
নিজেকে সিবিআই অফিসার দাবি করে ম্যান্ডেভিলা গার্ডেনের একটি 10 কোটি প্রপার্টি হাতে নেওয়ার চেষ্টা করে সনাতন রায়চৌধুরী
কলকাতা : বুবাই প্রামাণিক
