কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া নিয়ে উত্তপ্ত হাসপাতাল

সোমবার সন্ধ্যা থেকে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভ্যাকসিন নিয়ে কালোবাজারির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে স্বাস্থ্যকেন্দ্র চত্বর। অভিযোগ ওঠে দুপুরে কয়েকজন গাড়ি করে মহিলা আসেন। তারা হাসপাতালের বিশেষকক্ষে গিয়ে ভ্যাকসিন নেয় হাসপাতালের কর্মীদের থেকে। এই বিষয় নিয়ে প্রতিবাদ করলে তীব্র বাকবিতন্ডা শুরু হয় হাসপাতাল চত্বরে।এমনকি অভিযুক্ত এক হাসপাতাল কর্মী তার সাইকেল,কাগজপত্র ফেলে পালিয়ে যায় সেখান থেকে। এলাকাবাসীর অভিযোগ যে,কোন ভ্যাকসিন দেওয়ার ডেট বা নোটিশ ছিলনা। কিন্তু ভিতরে ভ্যাকসিন নিতে দেখা যায়। এছাড়া হসপিটালের ভেতরে পয়সাদিয়ে ভ্যাকসিন নিচ্ছেন কয়েকজন। এবং বাইরে একজন পয়সার বিনিময়ে হসপিটালের ভিতরে লোক ঢোকাচ্ছে এমনই অভিযোগ করেন রোগীর আত্মীয়রা। ঘটনাস্থলে কোলাঘাট বিটহাউস থানার পুলিশ। হসপিটালের BMOH শিবশঙ্কর খানের সাথে যোগাযোগ করা হলেও ফোন তোলেননি তিনি। এলাকাবাসীদের অভিযোগ,হাসপাতালে দীর্ঘদিন ধরে এইভাবে দালালের মাধ্যমদিয়ে পয়সার বিনিময়ে চলছে লুকিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ।এলাকাবাসীদের দাবী অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিকভাবে তদন্তে নামা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী ওঠে এই ঘটনার পরিপ্রেক্ষিতে।

কোলাঘট : সৌমাল্য ব্যানার্জি