গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোমাতঙ্কে প্লাস্টিকের জার উদ্ধার করে ছিলেন গঙ্গারামপুর থানার পুলিশ। মঙ্গলবার প্লাস্টিকের জার থেকে 5 টি তাজা বোম উদ্ধার করে বোম স্কোয়াডের আধিকারিকরা বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। এদিন ফায়ার বিগেট, অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখে বোম স্কোয়াডের সমস্ত নিয়ম মেনে ওই পাঁচটি তাজা বোম গুলোকে নিষ্ক্রিয় করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
তবে বোম গুলি রাখার পিছনে কাদের হাত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুর: সুমন ভৌমিক
