১৪দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ছেলে অবশেষে পুলিশি তৎপরতায় তাকে ফিরে পেল তার পরিবার। সোমবার ঘটনাটি ঘটে মালদহের পুখুরিয়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই মানসিক ভারসাম্যহীন যুবকের নাম হলধর মাহাত। বাড়ি পশ্চিম মেদনিপুর জেলার বিনপুর থানার জয় গ্রামে। বাবার নাম শঙ্কর মাহাত। রবিবার রাতে হলোধর মাহাতোকে পুখুরিয়া থানা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাতে অসঙ্গিত পাওয়া যায়। মানসিক ভারসাম্যহীন যুবকের কাছ থেকে তার নাম এবং পরিচয় পাওয়ার পরে যোগাযোগ করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর থানায়। এরপর বিনপুর থানার পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করে। সোমবারে মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারের সদস্যরা পুখুরিয়া থানায় এসে ছেলের যথেষ্ট প্রমাণ দিয়ে নিয়ে যায়। পুলিশের এমন মানবিক কাজে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে মানসিক ভারসাম্যহীন পরিবারের লোকেরা।

মালদা : রাজীব