আজ ভোর ৫ টায় হৈমবতী নামে মৎস্যজীবীদের একটি ট্রলার মাছ ধরে
ফেরার সময় রক্তেশ্বরী চরের কাছে পালটি খায়।সূত্রের খবর ট্রলারে মোট ১২ জন মৎস্যজীবী ছিলো। ২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এখনও ১০ জন মৎস্যজীবি। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সাগর এসডিপিও।
এই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমেছে।
বকখালিঃ সৌরভ নস্কর ও অমিত মন্ডল
