চোরাই সেগুন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে এক কাঠগোলার মালিক। বুধবারে লিলুয়া থানা ও সিঙ্গুর থানার পুলিশের যৌথভাবে কোনার থালিয়াতে একটি কাঠের গোডাউনে হানা দেয়। উদ্ধার হয় প্রায় 10 লক্ষ টাকার সেগুন কাঠ। জানা গেছে সিঙ্গুরের এক কাঠগোলা থেকে গত এপ্রিল মাসে এই মাল চুরি যায়। তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে।এই ঘটনায় জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।জানা গিয়েছে গত 11 ই জুন হুগলি সিঙ্গুরের পুরুষোত্তমপুরের একটি কাঠের মিলে কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে , একটি ঘরে বন্দি করে সেগুন কাঠ লুঠ করে পালায় দুষ্কৃতীরা । তারপর থেকেই তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ কয়েকদিন আগে 8 জনকে গ্রেফতার করে । বুধবার সকালে সিঙ্গুর থানা ও লিলুয়া থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালায় কোনা খালী অঞ্চলে । সেখান থেকে লুঠ হওয়া সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ । গ্রেফতার করা হয়েছে গোডাউনের মালিককে। ।
হাওড়া : সমীর পাত্র
