দক্ষিণ দিনাজপুর :সুমন ভৌমিক

করোনার তৃতীয় ঢেউ খুব দ্রুত আসতে চলেছে দেশে। ইতিমধ্যে মাস্ক ছাড়া রাস্তায় বের হচ্ছেন যেই সব লোক তাদেরকে আটক করা হচ্ছে। আজকে বালুরঘাট থানার পুলিশ এখন পর্যন্ত 7 জনকে আটক করেছে। সাধারণ মানু্ষদের আরও সচেতন করতে বৃহস্পতিবার দুপুরে রাস্তায় নামল পুলিশ৷ এদিন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ, সদর মহকুমাশাসক সুমন দাসগুপ্ত, বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের মাস্ক পড়িয়ে দেওয়া হয়। আবার অনেককে মাস্ক ছাড়া রাস্তায় বেরনোয় কান ধরানো হয় আবার আটকও করা হয় আজকে 7 জনকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। মাস্ক ছাড়া রাস্তায় বেরলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।