পুলিশি তৎপরতায় গ্রেপ্তার দুই চোর

এবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জির তৎপরতায় বিষ্ণুপুর থানার পুলিশের হাতে ধরা পরে দুই চোর।পুলিশ সূত্রে জানা যায়,বেশ কয়েক মাসের মধ্যে বিষ্ণুপুর থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আর সেই চুরি হওয়ায় বিষ্ণুপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানার পুলিশ। আর সেই তদন্তে নেমেই বিষ্ণুপুর থানার বাখরাহাট এলাকা থেকে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় দুই চোর।গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ধৃত ওই দুই চোরকে আলিপুর আদালতে তোলা হয়।

বিষ্ণুপুর : বিশ্বজিৎ দে