নদীয়ায় অ্যাসিড হামলার ঘটনার সঙ্গে যুক্ত অচিন্ত্য শিকারি
এবং অ্যাসিড বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নদীয়ার হাঁসখালি থানার বগুলা
থেকে গ্রেফতার করে মূল অভিযুক্তকে। সূত্রের খবর বুধবার সন্ধ্যায়
এক স্কুলছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি
থানার ঘূর্ণি ঘরামি এলাকার যুবক অচিন্ত্য শিকারি। এরপর ঘটনাস্থল ছেড়ে
পালিয়ে যায় মূল অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নীলরতন হাসপাতালে
চিকিৎসাধীন ওই ছাত্রী। এরপরই তদন্তে নেমে পুলিশ নদীয়ার বগুলা
এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি ওই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী
যিনি বিক্রি করেছিলেন অচিন্ত্য শিকারির কাছে বেশ কিছু মালপত্র। তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তদের শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হয়।
নদীয়া ঃ কমল দত্ত
