মন্দিরবাজারের সেকান্দার পুরে গাড়ি থামিয়ে গাড়ির চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, এবং গাড়িতে ডাকাতির ফলে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই গাড়িচালকের নাম শারিকুল ইসলাম সর্দার। শনিবার ভোররাতে ওই গাড়িচালক ফল আনতে সংগ্রামপুরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। অভিযোগ সেকান্দারপুরের কাছে বদ‍্যির মোড়ে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থামিয়ে গাড়ির মধ‍্যে লুটপাট করতে থাকে। নগদ বেশ কিছু অর্থ নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় গাড়ি চালক মন্দিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মন্দিরবাজার থানার পুলিশ তদন্তে নেমে দাদপুরের বাসিন্দা আব্দুল রউপ পিয়াদা ও নিলাম্বরপুরের বাসিন্দা জসিম হালদারকে গ্রেফতার করে। এরপর ডায়মন্ডহারবার মহাকুমা আদালতে পাঠান হয় তাদের। এবং তৃতীয় ব‍্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মন্দির বাজার : বিশ্বজিৎ দে