ভুয়ো পুলিশের নাম করে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪।
সূত্রের খবর, ধৃতরা হল দিলিপ লোহার,রাজ লোহার,নিতেশ তামাং,শিবশঙ্কর মাহাতো।
ধৃতরা প্রত্যেকেই শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গাড়িটি থেকে ডাক্তারের নাম দেওয়া একটি সিল পাওয়া গিয়েছে।
তদন্তের স্বার্থে ধৃতদের জলপাইগুড়ি আদালতে তুলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নেওয়া হয়েছে।
এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।
সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, জাতীয় সড়কে পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থেকে টাকা আদায় করত ওই অভিযুক্তরা।
রবিবার এক চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ওই অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে।
সুত্রের খবর,বেশকয়েকদিন ধরে ধৃত ওই ৪ জন নিজেদের পুলিশ কর্মী বলে পরিচয় দিয়ে শালুগাড়ার
আট মাইলের কাছে জাতীয় সড়কে পাহাড়ের গাড়িগুলিকে দাড় করিয়ে টাকা আদায় করছিল।
শুধু তাই নয়,গাড়িগুলির কাগজ চেক করে চালকদের কাছে টাকা দাবি করত ওই ৪ জন।
চারচাকা গাড়িতে ‘Police’লেখার বদলে’Polite’লেখা স্টিকার লাগিয়ে এই সমস্ত অসামাজিক কাজ করত।
যাতে চোখের ভুলে সকলে ভাবেন পুলিশের গাড়ি।
