মুম্বাই : দীপক সিন্ধ
মুম্বাই শহর এবং তার আশপাশের রায়গড,কোঙ্কোন জেলায় গত কয়েকদিনের লাগাতার তুমুল বৃষ্টিতে পাহাড়ি অন্চলগুলিতে ধ্বস নামে এবং প্রচুর ঘরবাড়ি এই ধ্বসে চাপা পড়ে যায়। ইতিমধ্যেই কালবা অন্চলে এই রকম ধ্বসে চাপা পড়ে ৭ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।যদিও পুলিশ প্রশাসন ও দমকলবাহিনীর তৎপরতায় দ্রুত উদ্ধারকার্য শুরু হয়েছে, অন্যদিকে মুম্বাই শহরের চেম্বুরেও এই রকম ভূমি ধ্বসে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানেও উদ্ধারকারী দলের ভূমিকা যথেষ্টই লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী প্রশাসনের এই পদক্ষেপ মন জয় করেছে স্হানীয় মানুষজনের।
