বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সবুজ রক্ষার বার্তা জেলা পুলিশের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় প্রকৃতিই রক্ষক
শীর্ষক অনুষ্ঠানটি বালুরঘাট পুলিশ লাইনে পালিত হয়।
প্রত্যেক বছর রাজ্যে এক সপ্তাহ ব্যাপী অরণ্য সপ্তাহ পালিত হয়ে থাকে।
সেদিকে লক্ষ্য রেখেই দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বৃক্ষ রোপন
অনুষ্ঠানটি বালুরঘাট পুলিশ লাইনের ময়দানে অনুষ্ঠিত হয়।
কোভিড সতর্কবিধি বজায় রেখে এই দিনের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জেলা জজ সুজাতা মুখার্জী,
জেলা শাসক আয়েশা রানী,জেলা পুলিশ সুপার রাহুল দে,
নর্থ বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টর বিভাগীয় আধিকারিক টি ভুটিয়া
ছাড়াও জেলা পুলিশের উচ্চ আধিকারিকগন ।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেস্ট বিভাগের তরফ থেকে AFR
তরণী গায়েন এবং অন্যান্য আধিকারিকগন।
অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে সন্মানীত অতিথিদের বরণ করে নেওয়া হয় এই দিন।
এরপর সন্মানীত অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।
অরণ্য সপ্তাহের সমাপ্তি ও গাছ লাগানোর মধ্য দিয়েই অনুষ্ঠানএর সমাপ্তি হয়।

 

দক্ষিণ দিনাজপুর ঃ সুমন ভৌমিক