বিধাননগর :রেখা নস্কর
রাজ্য তথা দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তার মধ্যেই কভিড বিধি উলঙ্ঘনের ছবি ধরা পড়ছে কলকাতা জুড়ে। বিধিনিষেধ শিথিল হতেই মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ। এবার সেই সাধারণ মানুষদের সতর্ক করতেই তৎপর পুলিশ। কভিড বিধি উলঙ্ঘন রুখতে আজ সল্টলেকের বিভিন্ন রাস্তায় মাস্ক অভিযানে নামে বিধাননগর ট্রাফিক পুলিশ। গাড়িতে, বাসে, অটোয় মাস্ক ছাড়া যাত্রীরা থাকলেই তাদের ধরে সতর্ক করছে বিধাননগর পুলিশ। প্রয়োজনে কেউ যদি মাস্ক না পড়ে রাস্তায় বেরোচ্ছে তাদের মাস্ক দিয়ে কভিড থেকে সুরক্ষিত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ দিনভর সল্টলেকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হবে।
