1988 সালে এলাকার নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে উওর ২৪ পরগনা জেলা দেগঙ্গা থানা থেকে 15 কিলোমিটার দূরে পুলিশ ক্যাম্প চালু হয়েছিল। দীর্ঘদিন ক্যাম্পটি বন্ধ থাকার পর দেগঙ্গা থানার নবনিযুক্ত আই সি অজয় কুমার সিংহের উদ্যোগে মঙ্গলবার একজন এ এস আই সহ কয়েকজন পুলিশকর্মীদের পোস্টিং করিয়ে সেই বন্ধ থাকা পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন দেগঙ্গার এস ডি পি ও সৌম্যকান্তি বোড়ূয়া। এছাড়া উপস্থিত ছিলেন দেগঙ্গা থানার আই সি অজয় কুমার সিংহ, কলসুর পঞ্চায়েতের প্রধান অজয় বৈদ্য,গফ্ফ মোল্লা সহ অন্যান্যরা। এতো দিন পর এই পুলিশ ক্যাম্প খোলায় খুশি সাধারণ মানুষ। দেগঙ্গা থেকে শান্তনু বিশ্বাস
