বসিরহাটে সংঘর্ষ,মৃত ২

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে জায়েন্ট স্ক্রিনে 21 শে জুলাইয়ে তৃণমূলের ভার্চুয়াল সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও বোমাবাজি হয়। ঘটনায় মৃত বছর ষাটের লক্ষ্মী বালা নামক এক বৃদ্ধা‌র। পাশাপাশি ১৮ বছরের এক যুবক সঞ্জীব জানারও মৃত্যু হয়। তাদের বেধড়ক মারধর করা হয় বলে সূত্রের খবর। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পাশাপাশি এই ঘটনায় আরো ৪ জন আহত হয়। পরবর্তীতে তাদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। এরপর পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে। এর পিছনে শুধুই কি একুশের সভা দেখা নিয়ে গণ্ডগোল না পুরনো কোনো বিবাদ? পুরোটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

বসিরহাট : সৌমাভ মন্ডল