চোলাই মদ উদ্ধার বড়সড় সাফল্য আবগারি দপ্তর

বুধবার সকাল নাগাদ পুরুলিয়া জেলার মানবাজার ও বরাবাজার সার্কেলের আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে প্রায় ১৩৫০ লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর। এদিন সূত্র মারফৎ খবর পেয়ে বোরো থানার অন্তর্গত কালাপত্তি গ্রামে অভিযান চালিয়ে ১৬ টি চোলাই ভর্তি ড্রাম ও তিনটি হাড়ির সাথে সাথে চোলাই মদের আসরটি পুরোপুরি ভাবে নষ্ট করে দেয় আবগারি দপ্তর। এবিষয়ে ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন, সূত্র মারফৎ খবর পেয়ে আমাদের এই অভিযান চালানো হয়। তাতে অনেকটাই সাফল্য মিলেছে। চোলাই ভাটিগুলি উচ্ছেদের ব্যাপারে আমাদের এই ধরনের অভিযান জারি থাকবে এবং মানবাজার মহাকুমার যে সমস্ত এলাকায় চোলাই এর কারবার চলে সেই সমস্ত এলাকায় আবগারি দপ্তরের কড়া নজরদারি রয়েছে এবং এটা ক্রমাগত চলতে থাকবে।

পুরুলিয়া : সোমনাথ রায়

চোলাই মদ উদ্ধার বড়সড় সাফল্য আবগারি দপ্তর
চোলাই মদ উদ্ধার বড়সড় সাফল্য আবগারি দপ্তর