রাত ন’টা নাগাদ দমদমের বাউল বেকারি এলাকায় এক ভবঘুরে বৃদ্ধা,বয়স প্রায় ৭৫ বছর,অসুস্থ অবস্হায় একটি নির্মিয়মান বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্হানীয়রা। খবর দেওয়া হয় দমদম থানায়। নিকটবর্তী ঘুঘুডাঙা ফাঁড়ি থেকে ঘটনাস্হলে আসেন পুলিশ। পুলিশ এসে অসুস্হ বৃদ্ধার থেকে তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা করে,কিন্তু তার শারীরিক অসুস্থতার জন্য বৃদ্ধা কিছুই বলতে পারেনা। এরপরই পুলিশ নিজের উদ্যোগে দ্রুত আরজিকর হাসপাতালে বৃদ্ধাকে নিয়ে আসেন চিকিৎসার জন্যে। বৃদ্ধার শারীরিক অবস্থা অতন্ত্য খারাপ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। বর্তমানে পুলিশি তত্বাবধানে বৃদ্ধার চিকিৎসা চলছে সেখানে। এরপর বৃদ্ধার বাড়ির লোকের সন্ধান চালাচ্ছেন পুলিশ। এছাড়াও ওই বৃদ্ধা কি করে সেখানে এলো,সেই বিষয়টিও খতিয়ে দেখছে ঘুঘুডাঙা থানার পুলিশ। পুলিশের এই মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ দমদমবাসী।
দমদম : রনক রায়
