রাতভর টানা বৃষ্টির জেরে ফের পাহাড়ে ধস

বৃহস্পতিবার দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে দার্জিলিং থেকে মানেভঞ্জন সংযোগকারী ১২ নম্বর রাজ্য সড়কে বড়সড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুখিয়াপোখরি থানার পুলিশ,জিটিএ ও বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা। ধসের জেরে রাস্তার দুপাশেই যানজটের সৃষ্টি হয়। রাস্তার উপর ভেঙে পরে প্রচুর বড়বড় গাছ। প্রায় দু থেকে আড়াই ঘন্টা ধসের কারনে বন্ধ থাকে রাস্তা। তারপর জেসিবি দিয়ে ধস সরিয়ে বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক করা হয়। ধসের জেরে মিরিক ও রিম্বিকগামী গাড়িও যানজটে আটকে পরেছিল।