বিহার থেকে হারিয়ে যাওয়া যুবককে বাবা-মার কোলে ফিরিয়ে দিলো বসিরহাট থানার পুলিশ। ২০২০ সালে লকডাউনের সময় বছর ২৬ এর নারায়ণ কুমার সিং বিহারের লক্ষ্মীসরাই জেলার পিপারিয়া থানার অন্তর্ভুক্ত রামচন্দ্রপুরে নিজের বাড়ির এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। বাবা বিপিন কুমার সিং স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। দীর্ঘ এক বছর ধরে হোয়াট্স অ্যাপ ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি দিয়ে পোস্ট করলেও সেখান থেকেও কোনো উত্তর আসে না। অবশেষে বিহার থেকে অনেক দূরে বসিরহাট থানার ১৬ নং ওয়ার্ডের হরিশপুর থেকে গত বৃহস্পতিবার ২২শে জুলাই নারায়ণকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে ইতস্তত অবস্থায় ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর তারা পুলিশে খবর দিলে বসিরহাট থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশ প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে,সে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার ঠিকানা এবং পরিচয়। এরপর বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং নিজের উদ্যোগে লক্ষ্মীসরাই থানার সঙ্গে কথা বলে নিখোঁজ যুবকের বাড়ির লোকের সাথে যোগাযোগ করেন। তারপর তার বাবা বিপিন কুমার সিং-এর সঙ্গে ছেলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলান। তাকে সনাক্ত করেন বাবা। রবিবার দুপুরে বাবা বিপিন সিং ও কাকা হরপিত সিং বসিরহাট থানায় আসে। উপযুক্ত নথিপত্র দেখিয়ে ছেলেকে নিয়ে যান। এক বছর পরে ফিরে পাওয়া হারানো ছেলেকে পেয়ে খুশি পরিবার। এবং ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে সাধুবাদ জানায় বাবা। এই উদ্যোগে আরো একবার পুলিশের মানবিক মুখ দেখল রাজ্যবাসী।