হাবড়া:শান্তনু বিশ্বাস
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুর
এলাকায় থেকে 2 হেরোইন বিক্রেতাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ,
গোপন সুত্রের খবরের ভিত্তিতে ২ হেরোইন বিক্রেতা,অভিযুক্ত অরুন মন্ডল ও
আবুল হাসান তরফদার দুজনের বাড়ি হাবরা থানা লক্ষ্মীপুর এলাকায়।
অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে 10 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ জার বাজারমূল্য
প্রায় 60 হাজার টাকা। দিঘদিন ধরে তারা মাদক
দ্রব্য বিক্রি করছিল বলে পুলিশ সুত্রে খবর। পুলিশ খবর পাওয়া মাত্রই তাদের গ্রেপ্তার করে এবং
মঙ্গলবার দুজনকেই বারাসত আদালতে পাঠানো হচ্ছে বলে সুত্রের খবর।
