কোতোয়ালি থানার পক্ষ থেকে সচেতনতা মূলক অভিযান

হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার এবং শিশুশ্রম বন্ধ করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সোমবার কোতোয়ালি থানার পক্ষ থেকে সচেতনতামূলক অভিযান এর সূচনা করা হয়। অপারেশন আনন্দ-র অধীনে এই সচেতনতা মূলক অভিযান এর সূচনা হয় জেলাশাসক দপ্তরের গেট থেকে। চাইল্ড লাইনের এক আধিকারিক জানান, মোবাইল সচেতনতামূলক প্রচার সারাদিন ধরে মেদিনীপুর কোতোয়ালী থানা এলাকায় চলে।