সোমবার ভোররাতে শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেল থেকে মুম্বাই পুলিশ ও পানিট্যাঙ্কি ফাঁড়ির অভিযানে গ্রেফতার করে দুই ব্যক্তিকে। মুম্বাই পুলিশের আধিকারিক সুদর্শন পাটিল জানান,টাকা ডবল করে দেবার প্রলোভন দেখিয়ে একটি ভুয়ো পিকেসিভামরিয়া নামে আমেদাবাদের এক সংস্থা,মুম্বাই-এর এক বাসিন্দার থেকে দুই কোটি টাকা নেয়। ওই ভুয়ো সংস্থা খুলেছিল দুই ব্যাক্তি। তারা হল অশ্বিনী প্যাটেল ও রামকুমার।এরপর সেই টাকা বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেয় তারা। কিন্তু এরপর বন্ধ করে দেয় ওই সংস্থাটি। কিন্তুু নিদিষ্ট সময়ের পর ওই ব্যাক্তিকে টাকা ফেরত দেয়না তারা। এরপর ওই ব্যাক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মুম্বাই-এর লোকমান্য পুলিশ স্টেশনে ১৯ শে জুলাই অভিযোগ জানান। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ট্রানজিট রিমান্ডে তাদের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। এর পাসপাশি ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

সোমবার ভোররাতে শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেল থেকে মুম্বাই পুলিশ ও পানিট্যাঙ্কি ফাঁড়ির অভিযানে গ্রেফতার করে দুই ব্যক্তিকে। মুম্বাই পুলিশের আধিকারিক সুদর্শন পাটিল জানান,টাকা ডবল করে দেবার প্রলোভন দেখিয়ে একটি ভুয়ো পিকেসিভামরিয়া নামে আমেদাবাদের এক সংস্থা,মুম্বাই-এর এক বাসিন্দার থেকে দুই কোটি টাকা নেয়। ওই ভুয়ো সংস্থা খুলেছিল দুই ব্যাক্তি। তারা হল অশ্বিনী প্যাটেল ও রামকুমার।এরপর সেই টাকা বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেয় তারা। কিন্তু এরপর বন্ধ করে দেয় ওই সংস্থাটি। কিন্তুু নিদিষ্ট সময়ের পর ওই ব্যাক্তিকে টাকা ফেরত দেয়না তারা। এরপর ওই ব্যাক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মুম্বাই-এর লোকমান্য পুলিশ স্টেশনে ১৯ শে জুলাই অভিযোগ জানান। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। ট্রানজিট রিমান্ডে তাদের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। এর পাসপাশি ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।