পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তার আরো এক। ধৃতের নাম শুভংকর দে। পর্ণগ্রাফি শুটিংয়ের ফটোগ্রাফার হিসেবে কাজ করতো সে। তাকে চুচুড়া থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। পর্নোগ্রাফি মামলায় এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ। এই ঘটনায় গরফা শরৎ পার্ক থেকে স্টুডিও মালিক সৃজিত চক্রবর্তী কে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।
নিউটাউন : সাকিল মুস্তাক
