গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মধুঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশ সন্দেহ জনক দুটি গাড়ি দেখতে পান। সেই গাড়িটি ছিল মালদার,আর নাম্বার প্লেটে লেখা ছিল উত্তরপ্রদেশের নম্বর। আর সেই গাড়িতেই তোলা হচ্ছিল ফেন্সিডিলের পেটি। তৎক্ষণাৎ পুলিশ দুইটি গাড়ি সহ পাঁচজনকে আটক করেন। এরপর পুলিশ দুটি পিকআপ গাড়িতে তল্লাশী চালালে ৪২০০টি ফেন্সিডিল উদ্ধায় হয়। গ্রেপ্তার করা হয় 5 জন কে। পুলিশের প্রাথমিক অনুমান উত্তরপ্রদেশ থেকে ফেন্সিডিল গুলি মালদার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ফেন্সিডিল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সুত্রে খবর,ধৃতদের নাম সেছবার শেখ,হাসমাত শেখ,শেখতার শেখ,পাপ্পু পাশোয়ান ও মুকেশ কুমার দুবে। এই বিষয়টির তদন্তে ইংরেজবাজার
থানার পুলিশ।
মালদা : রাজীব
