বেআইনিভাবে বাইকে করে মদ নিয়ে আসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঝাড়গ্ৰাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,নয়াগ্রামের দিক থেকে বাইকে করে মদ নিয়ে আসার সময় গোপীবল্লভপুর ২ নং ব্লকের হরকি মোড় থেকে ওই ব্যাক্তিকে গ্ৰেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৫০ লিটার মদ বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রদীপ ঘোষ,বয়স ৩৫। বাড়ি নয়াগ্ৰাম ব্লকের গোখুরপাল গ্ৰামে। এরপর অভিযুক্তকে ঝাড়গ্ৰাম আদালতে পেশ করে বেলিয়াবেড়া থানার পুলিশ।
ঝাড়গ্ৰাম : সুমন পণ্ডিত
