গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ডালখোলা রেল গেট সংলগ্ন 34 নং জাতীয় সড়কে একটি ছোট গাড়ি থেকে তিন জন ব্যাক্তি সহ প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ। এছাড়া ধৃতদের কাছ থেকে কুড়ি হাজার টাকা ও তিনটি স্মার্ট ফোনও উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া 500 গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। এবং যে গাড়ি থেকে এই ব্রাউন সুগারের উদ্ধার হয় সেই গাড়িতে বিহারের নাম্বার প্লেট লাগানো থাকায় সেই ছোট গাড়িটিকেও বাজেয়াপ্ত করে ডালখোলা থানার পুলিশ। ডালখোলা পুলিশ মহকুমার এসডিপিও সৌম্য নন্দ সরকার বলেন,
তিনজনের মধ্যে একজনের বাড়ি ডালখোলা 13 নম্বরে,দ্বিতীয় জনের বাড়ি ডালখোলা সূর্যাপুর ও তৃতীয় জনের বাড়ি ডালখোলা কিশান্গঞ্জ থানার অন্তর্গত মালানা এলাকায়। এখনো পর্যন্ত তদন্তে জানা গিয়েছে এরা মূলত এই সকল মাদক পাচারের কাজ করতেন। আমরা তদন্ত শুরু করেছি এবং এই সকল পাচারের মূল মাথা কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য আমরা সংবাদমাধ্যমের কাছে এখন প্রকাশ করছি না। আমরা খুব শীঘ্রই এই সকল মাদক পাচারের সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তিদেরকে গ্রেফতার করতে সক্ষম হব।