বিপন্ন পাড়া এলাকা থেকে একটি ছোট্ট শিশু নিখোঁজ হয়ে যায়। এরপর খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফ থেকে। পরিবারের থেকে জানা যায় শিশুটি খেলার ছলে স্বাধীনতা দিবসের দিন কাগজের পতাকা কুড়াতে কুড়াতে বেগড়ি নামক একটি জায়গায় চলে আসে। বেগড়ির এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় ছেলেটির নাম ঠিকানা জানতে চায়। কিন্তু বাচ্চাটি কিছু বলতে না পারায় ডোমজুড় থানায় তুলে দেওয়া হয় তাকে। এদিকে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার,ফেসবুকে প্রচার চালায় ও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকে। অবশেষে খবর পায় শিশুটি ডোমজুড় থানায় আছে। ডোমজুড় পুলিশের এই কাজকে শিশুটির মা ও তার বাবা সহ সকলেই ধন্যবাদ জানিয়েছেন।

হাওড়া : দেবাশীষ গুছাইত