16 ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আবার শুরু হল দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে নাগেরবাজার সাতগাছি অঞ্চলের স্পোর্টস কমপ্লেক্স ও দমদম রোড সংলগ্ন হরোকালী কলোনির দূর্গা মন্ডপে দুয়ারের সরকার কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মনোজ ভার্মা,ডেপুটি কমিশনার অজয় প্রসাদ,দমদম থানার আধিকারিক সুবীর রায়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কমিশনার জানান দুয়ারে সরকার যে সমস্ত জায়গায় হচ্ছে তিনি সব জায়গা ঘুরে দেখছেন।এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন।

দমদম : রনক রায়