মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষনা অনুযায়ী ১৬ ই আগস্ট সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালিত হলো খেলা দিবস। এদিন মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ড: রশ্মি কোমল সহ জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি ও অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক। এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু ক্লাব কে ফুটবল প্রদান করা হয় এদিন। পাশাপাশি মেদিনীপুর কোতোয়ালী থানার উদ্যোগে থানা চত্বরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ডিএসপি বনাম থানার আইসির মধ্যে একটি ভলিবল টুর্নামেন্ট খেলা হয়। এই খেলায় ডিএসপির দল চ্যাম্পিয়ন হয়।