খুনের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ফাঁসিদেওয়া এলাকায়। বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার দাসপাড়া এলাকায় পুকুরে ক্ষতচিহ্ন সহ তিনদিন ধরে নিখোঁজ হিরণ মোদক(৫৫)এর দেহ জলে ভেসে ওঠে। ফুলেফেঁপে ওঠা দেহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ব্যক্তির দাদা পরিতোষ মোদক জানান, তিনদিন ধরে নিখোঁজ ছিল ভাই। কারো সাথে শত্রুতা ছিল কিনা তা বুঝতে পারছি না। স্থানীয় বাসিন্দা শান্তি দাস, এলাকায় পরিচিত ছিল হিরণের। কিন্তু কিভাবে এই মৃত্যু তা ধন্দে রয়েছে অনেকেই। মৃত্যু ঘিরে রহস্য রয়েছে বলে অনেকেই জানান। পরে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।