রাজ্যে দেখা যাচ্ছে ভুয়ো IPS অফিসারের ছড়াছড়ি। এবার গোটা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও পাওয়া গেল ভুয়ো IPS অফিসার। ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরের লাইব্রেরী রোডের বাসিন্দা সৌম্য মুখার্জি নামে এক যুবক প্রায় এক বছর ধরে নিজেকে IPS পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে থেকে চাকরি দেওয়ার নামে টাকা নেয়। তাছাড়া লোন পাইয়ে দেওয়ার নামে এবং বড় অফিসারের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রতিশ্রুতি দিয়ে নানা রকম সরকারি কাজকর্ম করার অভিযোগ উঠে কয়েকদিন ধরে। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মেদিনীপুরের পুলিশ প্রশাসন। অবশেষে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একটি সাংবাদিক বৈঠক করে এই ঘটনাটির যাবতীয় তথ্য তুলে ধরেন পুলিশ সুপার দিনেশ কুমার। পরবর্তীতে অভিযুক্তকে আইপিএস লেখা একটি ব্যাচ ও একটি বন্দুক রাখার অপরাধে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রুজুকরে পুলিশ। অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহর জুড়ে।