গোপন সূত্রে খবর পেয়ে মেমারীর দেবীপুরের একটি দোকানে হানা দেয় মেমারি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে দেবীপুরের একটি দোকানে নিষিদ্ধ অনলাইন লোটো খেলা হচ্ছিল। সেই সময় হানা দিয়ে পুলিশ দোকানের মালিক সহ পাঁচ জন কে গ্রেপ্তার করে। ধৃতদের নাম তুহিন মন্ডল, নন্দকিশোর পালোয়ান, খোকন দাস,প্রীতম মন্ডল ও অমিত বনি। তাদের কাছ থেকে একটি কমপিউটার ও নগদ ২৩৫০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।