গোপন সুত্রে খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে রতনপুর এলাকা থেকে দুজন ডাকাত কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৄতরা হল সাহিদ শেখ ও ইয়ান মোল্লা। বাড়ি দক্ষিণ 24 পরগনার জীবনতলা এলাকায়। পুলিশ ধৄতদের কাছ থেকে 2 রাউন্ড গুলি, একটি পাইপগান ও টাটাসুমো গাড়ি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, টাটাসুমো গাড়ি করে ছয় জনের দুস্কৄতি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সিঙ্গুর থানার টহলরত পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চারজন দুস্কৄতি পালিয়ে যায়। ধৄতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগ রয়েছে। এছাড়া জানা যায় ঘটনার আগের দিন এই ডাকাত দলটি,বর্ধমানের গলসিতে ও পালশিটে ট্রাক ড্রাইভারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক হাজার টাকা ডাকাতি করে। এরপর ধৄতদের চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়।

সিঙ্গুর : পলাশ চক্রবর্তী