বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর অঞ্চলের ঢ্যাংবহড়া গ্রাম থেকে পুলিশ মিঠুন হেমরম নামে বছর ছাব্বিশের যুবককে গ্রেফতার করে। অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ এদিন শুক্রবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে। বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া রিভলবারটি বাইরের দেশের। এটি সার্ভিস রিভলবার বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মাওবাদী জমানায় সাঁকরাইল থানা এবং শিলদা ক্যাম্প থেকে মাওবাদীরা যে অস্ত্র লুট করেছিল এটি তার মধ্যে একটি কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সাঁকরাইল : সুমন পন্ডিত