গত ১৮ তারিখে কেষ্টপুর প্রফুল্ল কানন এলাকায় গড়ে ওঠা ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই ঘটনায় ১২ জন কে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গতকাল শুভঙ্কর সাহা নামে আরো একজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত শুভঙ্কর সাহা সমস্ত গ্রাহকদের থেকে ডকুমেন্ট নিয়ে বিভিন্ন একাউন্ট খুলে দিত। পাশাপাশি একাধিক ভুয়ো একাউন্ট খুলে সেই একাউন্টে টাকা ফেলতে বলতো এবং সেই গ্রাহকদের এটিএম কার্ড নিজের কাছে রেখে দিত। যখনই গ্রাহকরা একাউন্টে টাকা ফেলত সেই টাকা এটিএম কার্ড দিয়ে তুলে নিত বলে অভিযোগ। ইতিমধ্যেই আজ তাকে বিধাননগর আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বিধান নগর সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পুলিশ আরও জানতে পেরেছে ভুয়ো কল সেন্টারের ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ ছিল অভিযুক্তর।