আজ পবিত্র রাখি বন্ধন উৎসব গোটা দেশজুড়ে মেতে উঠেছেন সকল মানুষ । সকলেই একে অপরের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে পালন করলেন । ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। আজও রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো সেই পথেই সাধারণ মানুষের সাথে পুলিশের জনসংযোগ বাড়াতে পথচলতি মানুষদের ইন্দাস থানার কর্মরত মহিলা পুলিশ কর্মীরা হাতে রাখি ও মাস্ক পরিয়ে পবিত্র রাখি বন্ধন উৎসবে পালন করলো।এই উৎসবের মধ্য দিয়ে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এমনই মনে করছেন সাধারণ মানুষ।হাতে রাখি পরে স্থানীয় বাসিন্দা প্রনবাশিস দত্ত বলেন, পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। রাখি উৎসবের পর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মেল বন্ধন আরো বারবে বলে জানান তিনি।

নবেন্দু হাটি – বাঁকুড়া