এই রাখি বন্ধন উৎসব আয়োজন করেছিল দমদম থানা তাদের দুটো আউটপোস্ট কামারডাঙ্গা ফারি ও ঘুঘুডাঙ্গা ফারি একসঙ্গে বিভিন্ন জায়গায় পথচলতি সাধারণমানুষ মাক্স না পড়ে বাইরে বেরিয়েছে তাদেরকে মাক্স পরিয়ে হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করাচ্ছ. . গাড়ি থামিয়ে মাস্ক পরিয়ে দিচ্ছেন রাখি পরিয়ে দিচ্ছেন যে সমস্ত যাত্রীরা মাক্স ছাড়া গাড়িতে বসেছিলেন তাদেরও মাক্স পরিয়ে দিয়েছেন রাখি বেদে মিষ্টিমুখ করাচ্ছেন এবং পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন সারাবছর এই সমস্ত কর্মকান্ডের মধ্য দিয়েই তারা সাধারণ মানুষের সঙ্গে আছেন এবং থাকবেন.
দমদম :রনক রায়
