পথচলতি মানুষদের হাতে রাখীর পাশাপাশি যারা মাস্ক পরছেন না তাদের মাস্ক প্রদান ও সচেতনার করার জন্য রাস্তায় নামল পুলিশ ও স্থানিয় প্রশাসনিক কর্তারা। মগরা থানার পক্ষ থেকে এলাকায় রাখীবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে মগরা প্রশাসনের উদ্যোগেও পালিত হয় রাখীবন্ধন অনুষ্ঠান। পথচলতি মানুষদের মিষ্টি মুখও করানো হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি আমজনতা।।