শুক্রবার রাতে চম্পাসারীর একটি লজে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশের সহায়তায় বিহারের দরভাঙ্গা থানার পুলিশ। অভিযুক্তদের নাম সানি কুমার (28), রাজীব কুমার (26) এবং রাহুল রাজ (24)। তিনজনই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়া জানা যায় তিনজনই এটিএম -এ টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে সাহায্য করার নামে মানুষকে ঠকাত। গত জুলাই মাসে তাদের বিরুদ্ধে দরভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। তারপর থেকে পুলিশ দুজনকেই খুঁজছিল। মোবাইল লোকেশন কাজে লাগিয়ে বিহার পুলিশ প্রধান নগর থানার সঙ্গে মিলে তিনজনকে গ্রেফতার করে। শনিবার তিনজনকেই শিলিগুড়ি আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশ ২ দিনের ট্রানজিট রিমান্ডে বিহারের উদ্দেশ্যে রওনা হয়।
শুক্রবার রাতে চম্পাসারীর একটি লজে অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশের সহায়তায় বিহারের দরভাঙ্গা থানার পুলিশ। অভিযুক্তদের নাম সানি কুমার (28), রাজীব কুমার (26) এবং রাহুল রাজ (24)। তিনজনই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়া জানা যায় তিনজনই এটিএম -এ টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে সাহায্য করার নামে মানুষকে ঠকাত। গত জুলাই মাসে তাদের বিরুদ্ধে দরভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। তারপর থেকে পুলিশ দুজনকেই খুঁজছিল। মোবাইল লোকেশন কাজে লাগিয়ে বিহার পুলিশ প্রধান নগর থানার সঙ্গে মিলে তিনজনকে গ্রেফতার করে। শনিবার তিনজনকেই শিলিগুড়ি আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশ ২ দিনের ট্রানজিট রিমান্ডে বিহারের উদ্দেশ্যে রওনা হয়।
