২৩ শে আগষ্ট দুপুর সাড়ে বারটায় আসন্ন কৌশিকী অমাবস্যা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ঝাড়খন্ডের শিকারীপাড়া থানার মালুতি অতিথি শালায়। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিহার ঝাড়খণ্ড থেকে যে বিপুল সংখ্যক পুণ্যার্থী এবং ভক্তরা তারাপীঠে আসেন তাদের না আসার জন্য বলা হয়েছে। কারণ আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৮ ই সেপ্টেম্বর তারাপীঠ মন্দির বন্ধ থাকবে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ। রামপুরহাট থানার আই সি ত্রিদীপ প্রামাণিক,এস আই বিপ্লব প্রামাণিক,দুমকা পুলিশ সুপার আম্বের লাকরা, দুমকা মহকুমা পুলিশ আধিকারিক মুস্তাফা আনসারী,এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পুলিশ আধিকারিক গণ। এছাড়াও এদিন মিটিং-এ সীমান্তে নাকা চেকিং সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সক্রিয় অপরাধি,পলাতক অপরাধিদের লিষ্ট বিনিময় করা হয়।

বীরভূম:সৌগত মন্ডল